সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মো. আব্দুর রহমান (৪৭) সিলেটের জৈন্তাপুর থানার টেংরা গ্রামের মৃত মকরব আলীর ছেলে ও দোহাল খলাগ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে বড় হোনা(৫০)। তাদের কাছে থেকে মোট ১কেজী গাঁজা উদ্ধার করে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের হাজারী ভাইটগ্রাম ও থেকে তাদের আটক করা হয়
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উভয়ের কাছ থেকে মোট ১কেজী গাঁজা উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, ১কেজী গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd