জাদুকাঁটায় বালি বোঝাই ষ্টিলবডি ট্রলার আটক

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটায় অবৈধ ভাবে সেইভ মেশিনে বালু লোডকরার সময় বালু সহ একটি ষ্টিল বডি ট্রলার বিজিবি আটক করেছে।’ বুধবার বিকেলে সীমান্তের জিরো লাইন থেকে ৪’শ গজ অভ্যন্তরে বালু লোডের সময় টহলরত বিজিবি ট্রলারটি আটক করে।’

Manual2 Ad Code

২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বৃহস্পতিবার জানান, জেলার তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটায় বুধবার বিকেলে অবৈধ ভাবে সেইভ মেশিনে বালি লোড করার সময় নদীতে লাউড়েরগড় বিওপির বিজিবির টহল দল ২’শ ঘনফুট বালু বোঝাই একটি ষ্টিল বডি ট্রলার আটক করেছে। আটককৃত বালু বোঝাই ট্রলারে থাকা মাঝি শ্রমিক সুকানীরা পালিয়ে যাবার পর রাতে জব্দ করা হয়েছে।’ বিজিবির দাবি জব্দকৃত বালু ও ট্রলারের মুল্য প্রায় ৮ লাখ ৪ হাজার টাকা।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..