সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮
আবুল কালাম আজাদ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদরে অগ্নিকান্ডে ৬টি দোকানসহ একটি গুদামঘর ভূস্মিভুত হয়েছে। এতে আনুমানিক ২কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংক্ষা করা হয়েছে। এ ঘটনায় ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, সোমবার দিবাগত রাত ২টায় গোয়াইনঘাটে বাজারের একটি দোকানঘর থেকে সর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। তাৎক্ষনিক আগুনের লেলিহান শিখায় ৬টি দোকানঘর পুড়ে যায়। মোবাইাল ফোনে এবং থানা মসজিদের মাইকিংয়ে এঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে ক্ষতিগ্রস্থ দোকানের মালামাল রক্ষা করতে চাইলেও আগুনের লেলিহান থাবা থেকে রক্ষা করতে পারেনি দোকান গুলি।
আগুনের এমন ভয়াবহ থাবা থেকে মুক্তি পেতে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘন্টাখানেক পর ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হয়। তৎক্ষনে দোকানের সমস্ত মালামাল পুড়ে চাই হয়ে যায়।
এ অগ্নিকান্ডে একটি গুদামসহ ৬টি মালামাল বোঝাই দোকান ভূস্মিভুত হলে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি সধিত হয়।
স্থানীয়রা জানান, যতাসময়ে ফায়ার সার্ভিসের ইউনিট না আসলে সমস্থ বাজার পুড়ে যেত। ঘন্টাখানেক পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটন্স্থালে ছুটে এসে পুড়ে যাওয়া দোকানসহ আশপাশের সব দোকানগুলিকে রক্ষা করতে সক্ষম হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd