হবিগঞ্জে মাছের মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড়

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮


Manual7 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পার্শ্ববর্তী পইল গ্রামে গতকাল ছিল মানুষের ঢল। রিকশা, টেম্পু, সিএনজি ও পায়ে হেটে হেটে নারী-পুরুষ সবাই ছুটছিল পইলের মেলায়। মেলাটি মলাটি মূলত, এলাকায় মাছের মেলা নামে পরিচিত। সারা বাংলাদেশ ও পৃথিবীর কাছে বাগ্মি নেতা বিপিন চন্দ্র পালের গ্রাম পইলে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে সকাল থেকে এই মেলা বসে। ধীরে ধীরে দোকানিরা পইল গ্রামের মেলার জন্য নির্ধারিত একটি বিশাল মাঠে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে এসে মেলা প্রাঙ্গণ জমিয়ে তোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের ভিড়ও ধীরে ধীরে জমে উঠে মাছের বাজার।
বিভিন্ন স্থানে আড়ত ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে আসা বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ এসে জমা হতে থাকে। রাত পর্যন্ত চলে মাছ ও বিভিন্ন পণ্য বেচাকেনার ধুম। এ বছর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে প্রতিবারের মতো ছোট-বড় অসংখ্য মাছের ছড়াছড়ি। চারদিকে শুধু মাছ আর মাছ। মেলায় প্রবেশের মুখেই রহমত আলী নামে এক ব্যবসায়ী নিয়ে বসেন একটি বড় আকৃতির বাঘাইড় মাছ। তার দেয়া তথ্যমতে মাছটির ওজন ৭০-৮০ কেজি। তিনি মাছটির দাম চাইছেন ১ লাখ টাকা। তবে বিকের পর্যন্ত দাম উঠেছে ৪০ হাজার টাকা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..