এতে করে, এ সকল ডিগ্রীধারি পেশাগত জীবনে এগোতে পারছেন না। পারছেন না স্নাতক ও স্নাতকোত্তর এ ভর্তি হতে। এমনকি মেডিকেল টেকনোলজি নামে স্নাতক কোর্স চালু থাকলেও নেই কোন পদায়ন ফলে বেকার হয়ে সামাজের বোঝা হচ্ছে এসকল মেধাবী ডিপ্লোমাধারি গন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রোনালয় থেকে এসকল কোর্সের জন্যেও তৈরী করা হচ্ছেনা নিদৃষ্ট কোন নিতিমালা। যার ফলে বিপাকে পড়ছেন দেশের এসকল মেধাবী ছাত্র/ছাত্রীরা। আবার সরকারও কোন নজর দিচ্ছেন না এসকল কোর্সের মান উন্নয়ন করতে ও ডিগ্রীধারি জনবলের কর্মসংস্থান করতে। এমন অবস্থা চলতে থাকলে হয়তো একদিন এসকল বেকার জনবল দেশের জন্য বিপদ হতে পারে বলে মন্তব্য প্রকাশ করেছেন দেশের চিন্তাশীল ব্যাক্তাবর্গ।
এমন অবস্থায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের উচ্চমাধ্যমিকের সনদ দেওয়ার দাবি জানানো হয়।
ল্যাবরেটরিতে Serum Blood Urea test করার নিয়োম নিচে।