জন্মদিনে ভালবাসায় সিক্ত হলেন ছাত্রলীগ নেতা ইকবাল

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

সিলেট : জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সিলেট মহানগর ছাত্রলীগ ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তালুকদার। ১০ জানুয়ারী বুধবার তার ২৩তম জন্মদিন। ১৯৯৭ সালের এইদিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে সিলেট নগরীর অন্যতম একটি রেস্টুরেন্টে জন্মবার্ষিকী উদযাপন করেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা। মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠানে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিলেট মহানগর আওয়ামীলীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক, জননেতা আসাদ উদ্দিন আহমদ।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন , সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান মহানগর যুবলীগ নেতা এডভোকেট জহিরুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা ফখরুল আলম তালুকদার, যুবলীগ নেতা মাছুম আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা রবি হাসান শুভ, রুনেল আহমদ, শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা বিপ্তি জামান বাবু, সোহাগ আহমদ, রাহাত আহমদ, মিনার আহমদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে বুধবার রাত ১২টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খুদে বার্তায় অসংখ্য শুভেচ্ছা পেয়ে অভিভূত ইকবাল দলীয় নেতা-কর্মীদের ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..