জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমান সহ একদল গোয়েন্দা পুলিশ কোম্পানীগঞ্জের ইসলামপুর এলাকার আজিজুল’র ভাড়াটিয়া টিনের ঘরে জুয়া বিরোধী অভিযান চালান। সেখান থেকে তিন জুয়াড়ীতে আটক করেন। এ সময় জুয়ার বোর্ড থেকে ০১ বান্ডিল প্যাকেট করা আমেরিকান তাস, ৫০টি বিভিন্ন রং এর খোলা তাস এবং জুয়া খেলায় ব্যবহৃত ১ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।