সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
সিলেট :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আতাউর রহমান আতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এসোসিয়েশনের উদ্যোগে রোববার (৭ জানুয়ারী) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১ ঘটিকা থেকে ১ ঘন্টা ব্যাপী কর্মবিরতী পালন করেন সাংবাদিকরা।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতীতে বক্তারা বলেন, আজ প্রায় ২০ দিন অতিবাহিত হয়ে গেছে এখনো কোন অপরাধীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা’র উপর হামলাকারীদের গ্রেফতার করতে না পারা অত্যন্ত ন্যাক্কার জনক। গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তাঁর উপর হামলা করে কতিপয় সন্ত্রাসীরা। হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে জোর দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও প্রচুার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় ঘন্টা ব্যাপী কর্মূসচিতে একাত্ত্বতাপোষন করে বক্তব্য রাখেন-িসিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাসের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া কর্মবিরতীতে একাত্ত্বতাপোষন করে উপস্থিত ছিলেন- ইমজা’র সভাপতি আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েস খছরু, সাংবাদিক ইকবাল মাহমুদ, আফতাব উদ্দিন, আব্দুল আহাদ, সাপ্তাহিক বাংলার বারুদ’র নির্বাহী সম্পাদক বাবর হোসেন, মাইটিভি সিলেট জেলা প্রতিনিধি এম আর টুনু তালুকদার, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডিসিডব্লিউএ’র প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছাত্র ব্যাক্তিত্ব তরুণ লেখক ও কলামিস্ট মো. নাঈমুল ইসলাম।
এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নাজমুল কবীর পাভেল, প্রতিষ্ঠাতা সদস্য দুলাল হোসেন, কুমার গনেশ পাল, কার্যনির্বাহী সদস্য আশকার আমীন লস্কর রাব্বী, নুরুল ইসলাম, আনিস মাহমুদ, এস এম রফিকুল ইসলাম সুজন, সদস্য বিলকিস আক্তার সুমি, ফয়সল আহমদ মুন্না, শেখ আব্দুল মজিদ, শাহীন আহমদ, সুব্রত দাস, শিপন আহমদ, রেজা রুবেল, এইচ এম শহীদুল ইসলাম, ফটো সাংবাদিক মামুন হোসেন, এটিএম তুরাব, মিঠু দাস জয়, আজমল হোসেন, এস আই সবুজ, হোসাইন আজাদ, কাওসার আহমদ, সাইফুল আলম অপু প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd