সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
শাহ আলম,গোয়াইনঘাট থেকে : সিলেটের জাফলংয়ে প্রশাসনের নির্দেশে পিয়াইন নদীর উপর নির্মিত (অস্থায়ী) বেইলি ব্রীজ অপসারণ করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী বুধবার রাত ১০টার দিকে পাথর কোয়ারির ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ উদ্যোগে ব্রীজটি পেলোডার দিয়ে অপসারণ করেন।
জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কোয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোয়ারি থেকে উত্তোলিত পাথর পারাপরের জন্য পিয়াইন নদীর ওপর একটি অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ভাবে তা অপসারণের জন্য জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন উদ্যোগ নেন।
এ বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, সিলেটের জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্রীজটি অপসারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ পিয়াইন নদীর উপর ব্রীজ তৈরি করার অপ-চেষ্টা করলে তার বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd