মৌলভীবাজারে ছাত্রীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়জন খণ্ডকালীন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রীরা। পরে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার অপারেশন অফিসার মো. হারুন অর রশিদ ঘটনাস্থলে এসে সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা রাস্তা থেকে সরে আসে

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে স্কুল সম্মুখে এ প্রতিবাদ সমাবশ অনুষ্ঠিত হয়।

ছাত্রীরা জানান, ম্যানেজিং কমিটি বিনা কারণে চাকরি থেকে অব্যাহিত দিয়েছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হবে। এজন্য তারা আন্দোলনে রাস্তায় নেমে এসেছে। দাবি আদায় না হলে তারা আরও কর্মসূচি দেবে বলেও জানায়।

অভিভাকরা জানান, দীর্ঘদিন ধরে এই শিক্ষকরা স্কুলে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। হঠাৎ করে তাদেরকে এভাবে অব্যাহতির কারণ দেখছেন না তারা।

ছয় শিক্ষককে অব্যাহতির ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..