সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরে জেনারেল প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভূল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। শনিবার (৩০ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি এই হাসপাতালের এ ঘটনা ঘটে। নিহত শিশুটি জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগম দম্পতির ছেলে। নিহত নবজাতকের মা রেখা বেগম জানান, শিশুটির জন্মের পর সুস্থ ছিল। হঠাৎ আজ দুপুরে তাকে হাসপাতালের নার্স একাধারে ২টি ইনজেকশন প্রদান করলে ১০ মিনিট পর সে মারা যায়। ইনিজেকশন দেয়ার পর একটু একটু করে শিশুটি নিথর হয়ে যায়। পরে হাসপাতাল থেকে ডেড নোটিশ দিয়ে জানানো হয় সে মারা গেছে।
এব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জানান, শিশুটি জন্মের পর সুস্থ ছিলনা তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা বারণ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোন চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা খারাপ হলে আমরা ট্রিটমেন্ট দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, এব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd