সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার। ছবিটি সফলতার পর তার ব্যস্ততাও বেড়েছে। এবার তার নতুন ছবির নাম ‘অবতার’। ডিসেম্বরে টানা ২০ দিনেরও বেশি সময় এ ছবির কাজে পাবনায় ছিলেন তিনি। এ ছবিতে মেডিকেল ছাত্রী হিসেবে কাজ করছেন তিনি।
তার চরিত্রটি প্রথম দিকে খুব শান্ত থাকলেও পরে গল্পের বাঁকে প্রতিবাদী হয়ে ওঠে। এমনটি মানবজমিনকে জানিয়েছেন তিনি। মাহি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম মুক্তি। ছবির কাহিনীতে মুক্তি মাদকাসক্ত নিরাময়কেন্দ্র নিয়েও একটা অংশ থাকবে, তা এখনই বলতে চাই না। তবে ছবির ৯৫ ভাগ ড্রামা অংশের শুটিং শেষ হয়েছে। এরপর ছবির গানের কাজ হবে। এখানে আমাকে দর্শক ভিন্নধর্মী চরিত্রে দেখতে পাবেন। পাবনা থেকে ফিরে একদিনও বসে নেই মাহি। গত বছর গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ নামের ছবির কিছু অংশের শুটিং শেষে আবারো গত ২২শে ডিসেম্বর থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে মাহি ও ছবির নায়ক বাপ্পী এ ছবির কাজ শুরু করেন। ছবিটি নিয়ে মাহি বলেন, এখানে আমার চরিত্রের নাম বাঁধন। আর বাপ্পীকে প্রেম নামের চরিত্রে দেখা যাবে। বলতে গেলে মাস্তানদের হাত থেকে রক্ষা করে বাঁধনকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে প্রেম। এভাবে চলতে চলতে একপর্যায়ে একে অপরের জন্য তৈরি হয় ভালো লাগা ও ভালোবাসা। ছবির সংলাপগুলো খুব যতœ নিয়ে লেখা হয়েছে বলে মনে হলো। আর আমার কাছে মনে হয়েছে পুরো ছবির বাঁকে বাঁকেই অভিনয়ের সুযোগ আছে। ছবিতে কাজী হায়াত, সাদেক বাচ্চু, আলীরাজ, মিশা সওদাগরসহ আরো অনেক ভালো অভিনয়শিল্পীরা কাজ করছেন। নতুন বছরে মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন পরিচালক। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এই ছবির বাইরে রবিন খানের ‘মন দেবো মন নেবো’ নামে ছবিরও কাজ করছে মাহি। আর সামনে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিটি মুক্তি পাবে। এ ছবি নিয়ে অনেক বেশি আশাবাদী মাহি। তিনি ছবিটি নিয়ে বলেন, এ ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। আর এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি কয়েকদিনের মধ্যে সেন্সরে যাবে বলে জেনেছি। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। মাহি অভিনীত বেশকিছু ছবি সফলতা পেয়েছে। সামনে মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘পবিত্র ভালোবাসা’, ‘মন দেবো মন নেবো’ নামের ছবিগুলো মুক্তি পাবে। ‘পোড়ামন’ ছবিতে কাজের পর মাহি ও সাইমনের একসঙ্গে অনেকদিন কাজ হয়নি। তবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তাদেরকে জুটি করে ‘জান্নাত’ ছবিটি দর্শকদের উপহার দেয়ার জন্য নতুন বছরে প্রস্তুত। সেইসঙ্গে মাহি জানালেন, সাইমন ও পরিচালক মানিকের সঙ্গে নতুন আরেকটি ছবিতেও কাজ করবেন তিনি। তবে ছবিটি নিয়ে এখনই মুখ খুলতে চান না এই ঢালিউড অভিনেত্রী। ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘ভালোবাসা আজকাল’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশকিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন মাহি। এছাড়া মাঝে কলকাতার অভিনেতা বনির বিপরীতে ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেন এ নায়িকা। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবির কাজটিও শেষ পর্যায়ে রয়েছে। ছবির ব্যস্ততা অনেকটাই বেড়েছে মাহির। তবে সবকিছু ঠিক রেখেই ভালো কাজ করে যেতে চান এই অভিনেত্রী। এদিকে মাহি চলতি বছরের সেপ্টেম্বরে লন্ডনে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’-এর কাজ করেছেন। এ ছবিতে প্রথমবার কলকাতার অভিনেতা সোহমের বিপরীতে কাজ করছেন তিনি। ‘তুই শুধু আমার’ প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। এ ছবিতে আরও অভিনয় করছেন ওম ও আমান রেজা। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের জয়দ্বীপ মুখার্জি এবং এ দেশের পরিচালক অনন্য মামুন। নতুন বছরে নতুন কাহিনীর ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হতে চান মাহি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd