সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
নিজস্ব সংবাদদাতা : ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর আইডিয়াল মাদ্রাসার নিজেস্ব স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ২৩শে ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হোসাঈন আহমদের পরিচালনায় ও পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মাস্টার আজির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নসীব আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদ, মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি আব্দুর রহমান সমছ, বাঘমারা হযরত শাহগাজী (রঃ) হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আনোয়ার আলী, মাদ্রাসার পরিচলনা পরিষদের সেক্রেটারি কাজী মাওলানা ফয়েজ উদ্দিন, সাবেক প্রিন্সিপাল মাওলানা মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমদ, দাতা সদস্য আলহাজ্ব জামাল আহমদ তাপাদার, রমুজ আলী, আব্দুল হক, মাওলানা কামরুল হাসান, সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, হাফিজ লিয়াকত, শামছুল ইসলাম, আসহাব উদ্দিন জুয়েল, ব্যবসায়ী নাদের আহমদ জওহার, ইউপি সদস্য ফরমান আহমদ, সুমন আহমদ, সাংবাদিক তপন কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফাইদুল হক,খায়রুল ইসলাম, মিনহাজুর রহমান মিনা, সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি লিয়াকত হাসান, আলহাজ্ব হাবিবুল ইইসলাম, প্রবাসী আব্দুন নূর, মশাহিদ আলী,মক্তাদির আলী, মাহতাবুর রহমান, সৈয়দ রায়হানুল হক, নয়ন আহমদ কাদির, ব্যবসায়ী হোসেন হায়দার মুন্নি, হাফেজ এহতেশামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি শরফ উদ্দিন, আব্দুল ওয়াদুদ সালমান, সহকারী শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আবুল কালাম, মাওলানা সাইফুল ইসলাম, নাসির উদ্দিন,লোকমান আহমদ, মাসুম আহমদ, আতিকুর রহমান, সাইফুল ইসলাম, শাহেদ আহমদ, কবির আহমদ, অলিদ আহমদ, হাফিজ সাইফুল আলম, সহকারী শিক্ষিকা তানজিনা তামান্না, তাসনিয়া রহমান, শিপা বেগম, রুনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মাদ্রাসার নিজেস্ব ভূমিতে ন্যাম ফলক উন্মোচন করে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোনাজাত করা হয়। এবং সালাতুল যোহরের পরে অতিথি সহ সকল কে আপ্যায়নের মধ্যদিয়ে সমাপ্তি হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd