সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
নিজস্ব প্রতিনিধি : প্রাকৃতিক পরিবেশ, ফসলি জমি ও বসত ভিটা রক্ষার্থে অবৈধ পন্থায় বালু উত্তোলন ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম। সেই সাথে ভূমি অফিস কর্তৃক জব্দকৃত বালু নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করতেও নির্দেশ দেন।
শনিবার বিকেলে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সরকারি মালিকানাধীন প্রাচীনতম ছড়া পরিদর্শন করেন তিনি। এসময় অবৈধ বালু বহনকারী ট্রাক যাতায়াত বন্ধে সড়কে পিলার ব্যবহার করতে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শ দেন এবং ছড়ার প্রাকৃতিক গতিধারা রক্ষায় ভূমি অফিস কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে বলেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, ইউপি সদস্য ফয়জুল হাসান, ফখরুল ইসলাম সাইফুদ্দিন, নজরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রবীর কুমার দত্ত ও উপ সহকারী কর্মকর্তা মো. রোকন আহমদ।
এদিকে সরকারী খাস ভূমি থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগে গত ১০ডিসেম্বর জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে স্থানীয় বাসিন্দা আহমদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তদন্ত প্রতিবেদন জমা দেন হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd