সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
Sharing is caring!
মৌলভীবাজার প্রতিনিধিঃ জুড়ী উপজেলাধীন ফুলতলা ইউপির অবাধ সুষ্ট নির্বাচনের লক্ষ্যে মা বোনদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা ভোট কেন্দ্র অবশ্য মুখ খুলে ভোট দিতে যেতে হবে। আপনাদের জাতীয় পরিচয়পপত্রের সাথে মিল না থাকলে আইনী ব্যবস্থা নেয়া হবে—- জুড়ী উপজেলাধীন ফুলতলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচনী অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এসব কথা বলেন। জেলা প্রশাসক তোফায়েল ইসলাম মৌলভীবাজার জেলার মধ্যে জুড়ী উপজেলা সবচেয়ে শান্তিপূর্ণ উপজেলা উল্লেখ করে বলেন, ফুলতলা ইউপিতে শান্তিপূর্ণ সুষ্ট নির্বাচন আমাদের প্রত্যাশা। কেউ কোন ধরণের অশৃংখল পরিবেশ সৃষ্টি করলে আইন শৃংখলা বাহিনী ব্যবস্থা নিবে। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হউক এটাই আমাদের দাবি। জনগণ যাকে ভোট দিবে তিনি বিজয়ী হবেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রমুখ।এদিকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মাসুক আহমদ অভিযোগ করে বলেন, অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা অনেক সময় খারাপ গালিগালা করেন। আমার কাছে রেকর্ড আছে।আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফৈয়াজ আলী অভিযোগ, বর্তমানে নির্বাচনী এলাকায় বহির্গত আনাগোনা বেড়ে গেছে। প্রতিদিনই মোটরসাইকেল যোগে আসছেন, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছেন। বিএনপি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী বাবুল আহমদ নিরাপত্তাহীন উল্লেখ করে বলেন, নির্বাচনী এলাকায় জানের নিরাপত্তা নেই প্রার্থীদের। তাছাড়া কালো টাকার বেসামাল ছড়াছড়ি অভিযোগ করে বলেন, ভোটের প্রচারনায় ১২ বছরের শিশুর সাথে কথা বলতেও টাকা, ৮০ বছরের বুড়ো সাথে কথা বলেও টাকা ছাড়া কথা নেই– এমনই পরিবেশ সৃষ্টি হয়েছে।
………………………..
Design and developed by best-bd