জগন্নাথপুরে গভীর রাতে দুর্বৃত্তের হামলায় নববধূ’ আহত

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে ইমাম হোসেনের বাড়িতে একদল মুখোশদারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে নববধূসহ ৩জনকে আহত করে নগদ টাকা স্বর্নালংকারসহ ৬লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে। দুর্বত্তদের হামলায় গৃহকর্তা ইমাম হোসেন (৩৬), তার নব বিবাহিতা স্ত্রী সানজিদা বেগম (২১), এবং ইমাম হোসেনের আত্মীয় পাইলগাঁও ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত আনছার মিয়ার পুত্র হাবিল হোসেন (৩০) আহত হয়েছেন। আহতদের মধ্যে ইমাম হোসেন ও তার স্ত্রী সানজিদা বেগমকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে গতকাল বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। আহত ইমাম হোসেনের ভাই রায়মান শাহ জানান, মঙ্গলবার রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত অনুমান আড়াই টার দিকে ১৪/১৫জনের একদল মূখোশধারী দুর্বত্তরা টিনসেড ঘরের কাঠের তৈরী দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রথমেই ইমাম হোসেন ও তার স্ত্রী সানজিদা বেগম ও আত্মীয় হাবিল হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে হাত পা মূখ বেধে রাখে। পরে অন্যান্য কক্ষেও প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় আধঘন্ট্যা ব্যাপী ঘরের মালামাল তছনছ করে নগদ ২লাখ টাকা, সাড়ে ৬ভড়ি ওজনের স্বর্নালংকারসহ ৬লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে গভীর রাতে দুর্বত্তের তান্ডব লীলার ঘটনায় এলাকায় নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তারা জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে নিবিড়ভাবে তদন্ত কার্যক্রম চালানো হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন


আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..