দেশমাতৃকার জন্য অকাতরে জীবনদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসে বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্বনাথ নিউজ ২৪ রিডার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানাও অফিসার েইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দোলাল আকন্দ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, রিডার্স ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, আবুল কাশেম, প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।