সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
সাংবাদিক ফোরামের অভিনন্দন
জাতীয় শিশু কিশোর সংগঠন “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা”র কোম্পানীগঞ্জ উপজেলার ৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানীগঞ্জের সম্মেলন প্রস্তুতি কমিটিতে তাজ উদ্দিন তাজকে আহবায়ক, রনজিৎ দেব নাথ ময়নাকে যুগ্ম আহবায়ক ও সয়দুজ্জামান সাচ্চাকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সফাত উল্লাহ, সাইফুল ইসলাম, ইমরান হেলাল ও ফখরুল ইসলাম নোমান। কোম্পানীগঞ্জের সম্মেলন প্রস্তুতি কমিটিকে সকল ইউপি কমিটি গঠন করার নির্দেশ দিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে উপজেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে জাতীয় শিশু কিশোর সংগঠন “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা”র কোম্পানীগঞ্জ উপজেলার নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শেখ মোর্শেদ, সিনিয়র সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনা, সদস্য এম হাসান মাহমুদ, জিয়াউর রহমান হৃদয় প্রমুখ। উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সফাত উল্লাহকে উক্ত আহ্বায়ক কমিটিতে সদস্য করা হয়েছে। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd