সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর গ্যাসের সন্ধ্যান পাওয়া গেছে এই খবরে উৎসুক জনতা ভিড় করছে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া এলাকায় টিউবওয়েলের পাইপ ৩শ ফিট মাটির নিচে বসানোর সময় পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে। উৎসুক এলাকাবাসী ধারনা করছে এখানে গ্যাসের খনি থাকতে পারে।
স্থানীয় সুত্রে জানা যায়, কয়েক দিন যাবত নতুন পূর্ব টুবিয়া সরকারী প্রাথমীক বিদ্যালয় একটি নতুন টিউবওয়েল বসানোর জন্য কাজ করছে। গত কাল শুক্রবার বিকালে ৩শ ফুট নিচে যখন পাইপ বসানোর কাজ করছিল হঠাৎ পাইপ ফেটে যায়, এর পর আবার বসানোর চেস্টা করলে পাইপের মাথা দিয়ে গ্যাসের মত বের হতে থাকে। এর পর পাইপ বসানো বন্ধ রেখে আজ শনিবার সকালে আবার এলকাবাসী , টিউবওয়েলের মিস্ত্রি, ঠিকাদার দেখে আগুন দিয়ে পরিক্ষা করে। এরপর থেকে সেখান দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। এলাকবাসীর ধারনা করছে এখানে গ্যাসের খনি রয়েছে। যত সময় যেতে থাকে ততোই উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। আজ রবিবারও এখনো পাইপের মাথায় আগুন জ¦লছে।
টিউবওয়েল বসানোর মিস্ত্রি মোস্তাফা জানান, গত কাল পাইপ বসানোরা এক পর্যায় পাইপ ফেটে বিকট শব্দ বের হলে ভয়ে আমরা সবাই কাজ বন্ধ রেখে চলে যায় এবং পরেরদিন সকালে এসে দেখি পাইপের মাথা দিয়ে গ্যাসে বুদ্বুদ বের হচ্ছে। তখন আমরা পাইপের মাথায় একটু আগুন দিলে এখন রাত পযন্ত জ্বলছে আমরা ভেবেছিলাম কিছুনক্ষন জ্বলে হয়তো নিভে যাবে কিন্ত তা হচ্ছে না। আগুন একভাবে জ্বলছে। পরে ঠিকাদারকে খবর দিলে সে এসে দেখেছে।
মের্সোস মিজান এন্টার প্রাইজ ঠিকাদার মিজানুর রহমান জানান, ঘটনাটি সত্য আমাকে যখন জানিয়েছে সাথে সাথেই আমি কাজ বন্ধ রাখতে বলেছি। এবং আজ অন্য স্থানে কাজ করতে বলেছি। তবে ঘটনাটি র্ধনত কর্মকর্তাকে জানানো হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd