মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সভা কক্ষে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এ বৈঠক করে। বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোঃসায়েদুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির অভিবাসন বিভাগের ফরেন ওয়ার্কারস অ্যাফেয়ার্স বিভাগের প্রধান দাতুু খাইরিল,ডিরেক্টর সালেহা ও ডিরেক্টর সারভানান এবং অন্যান্য সহযোগি গন। বাংলাদেশ দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস,শ্রম শাখার প্রথম সচিব মোঃহেদায়েতুল ইসলাম ,শ্রম শাখার অপর সচিব মোঃফরিদ আহম্মদ ও তাহমিনা ইয়াছমিন । এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া অবৈধ শ্রমিক বৈধ করণে নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান মাইজি,বিএম এবং ইমান কোম্পানির প্রতিনিধিগন। বৈঠক শেষে শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির অভিবাসন বিভাগ ও বাংলাদেশ দূতাবাস। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকগন,যারা এখনো নিবন্ধিত হয়নি,৩১শে ডিসেম্বরের মধ্য নিবন্ধন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। রি-হিয়ারিং এর আওতায় যারা সকল কার্যক্রম শেষ করে পাসপোর্ট হাতে পাননি,তাদের দ্রুত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখায় জানাতে বলেছেন শ্রম কাউন্সিলর।