সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
নিজস্ব প্রতিবেদন : কে বলবে এটা ডিসেম্বর? জাঁকিয়ে শীতের কোনও দেখাই নেই। বরং চলছে বৃষ্টির দাপট। শীতের পথে এবার কাঁটা হয়ে দাঁড়াল নিম্নচাপ। উত্তুরে হাওয়ার পথ আটকে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে ঘণীভূত হওয়া গভীর নিম্নচাপ।
এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে দিনের তাপমাত্রা। তবে রাতে তাপমাত্রার পারদ চড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১২ ঘণ্টার মধ্যে অবশ্য গভীর নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে দাবি আবহাওয়া দফতের। তবে এটি সরে গেলেই যে শীত জাঁকিয়ে পড়বে, এখনই একথা নিশ্চিতভাবে বলতে পারছেন না আবহবিদরা। কারণ তারপরই হাজির হয়ে যাবে পশ্চিমি ঝঞ্ঝা। ফলে কনকনে উত্তুরে হাওয়া গায়ে মেখে, শীতে ঠকঠকিয়ে কাঁপা, এসব এখনও দূরস্ত!
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd