সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
ক্রাইম ডেস্ক : ফেনীতে পঞ্চম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে পুলিশ মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। তার নাম তৌহিদুল ইসলাম।
তিনি ফেনী সদরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের আড্ডা বাড়ি সংলগ্ন ফেনী দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে জেলে পাঠানোর আদেশ দেন বিচারক।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, ফেনী দারুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রকে গত কয়েকদিন ধরে যৌন নিপীড়ন চালাচ্ছিলেন শিক্ষক তৌহিদুল ইসলাম। এ কারণে ওই ছাত্র গত দুইদিন ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে চাপ প্রয়োগ করা হলে গতকাল বুধবার রাতে সে জানায়, শিক্ষক তৌহিদুল তাকে যৌন নিপীড়ন চালিয়েছে।
এ ব্যাপারে ছাত্রের পিতা বুধবার রাতেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তৌহিদুলকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে ফেনীর জেষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম মো. জাকির হোসেনের আদালতে নেয়া হলে তিনি তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরি এ বিষয়ে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্র সংশ্লিষ্ট বিচারকের কাছে ঘটনার বয়ান দিয়েছে।
এ ব্যাপারে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd