সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শেখঘাট এলাকায় এক চাঁদাবাজ যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। ওই যুবক হচ্ছে সুমন আহমদ (৩০)। সে শেখঘাট শুভেচ্ছা ১৩২ নম্বর বাসার তোতা মিয়ার ছেলে।
স্থানীয়রা অভিযোগ করেছেন সে দীর্ঘদিন ধরে শেখঘাট এলাকার ভাসমান ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকদের কাছ চাঁদাবাজি করে আসছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রায় শতাধিক মানুষ তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন আটকের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান- আটককৃত সুমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd