সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
Sharing is caring!
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রেমনগর চা বাগানে যাত্রার আসর পন্ড স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানে যাত্রাপালা ও জুয়ার আসর গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে এলাকাবাসীর সহায়তায় বন্ধ করেছে শ্রীমঙ্গল র্যাব ৯।
স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার রাত ১২টায় মৌলভীবাজারের প্রেমনগর চা-বাগানে বসেছিল যাত্রা ও জুয়ার আসর।যাত্রা চলাকালীন সময়ে এলাকাবাসীরা বন্ধ করেন যাত্রা আসর এবং র্যাবের কাছে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতেই গত মঙ্গবার সকাল ১০টায় এলাকাবাসীর সহায়তায় র্যাব অভিযান চালিয়ে বন্ধ অবৈধ যাত্রা ও জুয়ার আসর ভেঙ্গে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যাত্রা শুরু হওয়ার ৪ থেকে ৫দিন আগেই যাত্রা প্যান্ডেল ও আয়োজকরা অবস্থান করছিলেন। স্থানীয় বাগান ও পঞ্চায়েতের কয়েকজন লোক এই যাত্রার আসর বসিয়েছেন বলে জানা যায়।
এদিকে যাত্রার সাথে বেশ কিছু অসাধু সাংবাদিক,উপর মহলের লোকরা ভাগ পায় বলে জানা যায়।
মৌলভীবাজারের প্রেমনগর চা বাগানের ম্যানাজার লিটন বাহাউদ্দিন বলেন, আমাদের বাগানের কিছু অসাধু লোক এই যাত্রার আয়োজন করেছিল। এলাকাবাসী ও র্যাব এই যাত্রার আসর বন্ধ করে।
র্যাব সূত্রে জানা যায় ,অভিযোগের প্রেক্ষিতে অবৈধ যাত্রার আসর এলাকাবাসীর সহায়তায় বন্ধ করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd