সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:10 AM, December 5, 2017
Sharing is caring!
আবুল হুসেন কুদ্দুছ বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজারে আনোয়ার হত্যার মামলার ৪নং আসামী উজ্জ্বল আহমদকে (২৭) গ্রেফতার করেছে রবিবার রাত বিয়ানীবাজার থানা পুলিশ। চন্দরপুর এলাকার উজ্জ্বল আহমদের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তহাকে গ্রেফতার করে। এ নিয়ে আনোয়ার হত্যা মামলার ৩ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। সে কসবা পন্ডিতপাড়ার ইসলাম উদ্দিন লালনের পুত্র। সে আনোয়ার মামলার এজাহারভুক্ত ৪নং আসামী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত উজ্জ্বল আনোয়ার হত্যায় সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ২৫ নভেম্বর বিয়ানীবাজার পৌর শহরের মোকাম মসজিদ এলাকার একটি পান দোকানের সামনে ছুরিকাঘাতে আহত হন ছাত্রলীগ কর্মী আনোয়ার। তাকে প্রত্যেক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আনোয়ারের বড়ভাই দেলোয়ার হোসেন বিয়ানীবাজার থানায় ১৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী রাহেল আহমদ সায়েম। সে পেশাদার মটোর সাইকেল চোর বলে পুলিশ জানিয়েছে।
………………………..
Design and developed by best-bd