সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে রোগির স্বজনদের উপর অতর্কিত হামলা। ঘটনাটি শনিবার বিকেলে ৪টায় হাসপাতালের ৪ত তলা ৪নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। এতে রোগির স্বজন শেখ সম্্রাাট এর উপর চুরিগাত করে গুরুত্ব আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তখন ওয়ার্ডের অস্থানরত লোকজন উদ্ধার করে অত্র হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ছাতক উপজেলা পালপুর গ্রামে থেকে কিছু লোক আহত অস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি ছিলেন, আহত ব্যক্তিকে তার স্বজন হিসাবে দেখতে আসলে হটাৎ করে একদল লোক তার উপর হামলা করে পালিয়ে যায়। এবং হাসপাতালে আসবাপত্র ভাংচুর করা হয়। এই ঘটনায় হাসপাতালে অন্যান্য রোগি ভয়ের মধ্যে অছে বলে অভিযোগ করেন রোগি স্বজনরা। আহত ব্যক্তি শেখ সম্্রাট জানান যে আমার স্বজন আব্দুল জব্বারকে আমি ওসমানী হাসপাতালের ৪ত তলা ৪নং ওয়ার্ডে দেখতে আসি, তখন হট্রাৎ করে ১০/১২জন লোক আমার উপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিশোধ হিসাবে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd