সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় পুলিশের ০৫/০৮/২০১৬ইং তারিখের দায়ের করা বিস্ফোরক দ্রব্যাদি আইন (১৯০৮) মামলায় জামাত শিবিরের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শিবির নেতা ছাব্বির আহমদ, শাহেদ আহমদ, জুবের আহমদ, জুবায়ের আহমেদ শিমুল, জামাত নেতা সাইদুল ইসলাম, সয়ফুল, আবদুল আহাদ রুহুলসহ মোট ১১ জন।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা উপজেলা সভাপতি মো: নাজিম উদ্দীন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, সরকার ক্ষমতা দীর্ঘায়ু করতে এবং একদলীয় শাসন ব্যবস্তা প্রতিষ্ঠা করতে সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়বী মামলা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহীনিকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করে খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মত মানবাধিকার লঙ্ঘনের কাজ করছে। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বিচার বিভাগকে হস্তক্ষেপ করছে। এরই অংশ হিসেবে শিবির নেতা ছাব্বির, শাহেদ, জুবের সহ ১১ নেতাকর্মীকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ সত্বেও তাদেরকে জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এটা কোন স্বাধীন গণতান্ত্রিক বিচার প্রক্রিয়া ও রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না। তিনি অবিলম্বে গ্রেফতার কৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd