সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি গাছ কেঁটে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।’ উপজেলা নির্বাহী অফিসারের নিকট গাছ কেঁটে নেয়ার বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সহ তিন জনের বিরুদ্ধে রবিবার সন্ধায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বড়দল উওর ইউনিয়ন পরিষদের গুটিলা সড়কের দু’পাশে থাকা বেশ কয়েকটি সরকারি গাছ ও গাছের ঢালপালা রবিবার দুপুরে কেঁেট ফেলেন গুটিলা গ্রামের দু’শ্রমিক। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিব ওই সড়কে গিয়ে গাছ কাঁটার বিষয়ে জানতে চাইলে গুটিলা গ্রামের শ্রমিক আবদুল হাই ও পিয়ার হোসেন জানায়, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে বাড়িতে জ্বালানী কাঠ হিসাবে ব্যবহারের জন্য তারা গাছের ঢালপালা কাঁটছেন।’পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের পক্ষ্য থেকে থানার ওসিকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বিকেলে ওই সড়কে গিয়ে বৈধ অনুমতি ছাড়া ফের কোন ধরণের গাছ কিংবা ঢালপালা না কাঁটতে সাবেক চেয়ারম্যান ও শ্রমিকদের নিষেধ করে ফিরে আসেন।’
উপজেলার বড়দল উওর ইউনিয়ন পরিষদের সচিব আফিস আফিন্দী বলেন, দায়িত্বশীল কতৃপক্ষের অনুমতি ছাড়া ইউনিয়ন পরিষদের সড়কে থাকা সরকারি গাছ ও ঢালপালা কেঁেট নিয়ে সরকারি সম্পদ আত্বসাৎ ও পরিবেশ বিনষ্টের কারনে সাবেক চেয়ারম্যান, তার নিয়োজিত দু’শ্রমিকের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি।’
উপজেলার বড়দল উওর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন রবিবার রাতে গাছ কেঁটে নেয়ার অভিযোগ অস্বীকার করে রবিবার রাতে বললেন, সড়কের দু’পাশে লাগানো বেশ কিছু গাছের ঢালপালা আমার ফসলি জমির উপর ছায়া ফেলে ফসল নষ্ট করে দিচ্ছিল, তাই গাছের ঢালপালা কেঁেট ফেলার জন্যই শ্রমিক নিয়োজিত করেছিলাম।’
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (তাহিরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকা), শ্রী সমীর বিশ্বাসের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি রবিবার রাতে বললেন, সরকারের দায়িত্বশীল কতৃপক্ষের অনুমতি ব্যতিত সরকারি গাছ কিংবা গাছের ঢালপালা কেঁটে নেয়াটা সম্পুর্ণভাবে বৈ-আইনি।’ লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd