সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
গোয়াইনঘাট, প্রতিনিধি :: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর”মেরোরি অব দ্য’ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”এ অর্ন্তভুক্তি উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন’র উদ্দ্যেগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবন মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্যে দিয়ে দিন ব্যাপী কার্যক্রমের উদ্ভোধন করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে বিভিন্ন সরকারী দপ্তর,সামজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন নিজস্ব ব্যনারসহ আনন্দ শোভা যাত্রায় অংশগ্রহন করেন। উপজেলা চত্বও থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এসে মিলিত হয়।
এসময় বঙ্গবন্ধুর জীবন কর্মনিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাশ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,আহবায়ক কমিঠির সদস্য সুবাস দাস, মুজিবুর রহমান(লাইব্রেরী)উপজেলা আওয়ামীলীগ নেতা লূৎফুল হক, মুজিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগন। এসময় শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা,সাধারণ জ্ঞান, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনূষ্টিত হয়। সাংস্কৃতিক অনূষ্টান শেষে প্রমান্য চলচিত্র ওরা ১১জন প্রদর্শনী করা হয়। অনূষ্টান শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
অপর দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,পশ্বিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু,লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ,আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খয়ের, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদের নেতৃত্বে নিজ নিজ ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সম্মূখ থেকে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে নিজ নিজ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মের উপর আলোচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও ৭ই মার্চেও ভাষণ প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লোকমান,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd