সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্পাদিকা স্বপ্না আক্তারকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) গভীর রাতে নিহতের ছোট ভাই আমীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর জাহাঙ্গীর নামে এক সিএনজিচালককে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল গণমাধ্যমকে বলেন, ঘটনার কারণ সর্ম্পকে এখনও নিশ্চিত নয় পুলিশ। হত্যাকাণ্ডের পর গভীর রাতে নিহতের ছোটভাই আমীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর জাহাঙ্গীর নামে এক সিএনজিচালককে আটক করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উল্লেখ্য, গতকাল বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের দশমৌজা বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে চারপাড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন স্বপ্না আক্তার। পথে জিনদপুর-চারপাড়ার মাঝামাঝি স্থানে দুবৃত্তরা তার সিএনজি অটোরিকশা আটকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd