সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
সিলেটের বিশ্বনাথের জাগদীশপুর ওয়ারেন্ট ভুক্ত আসামী লেবু মিয়া গ্রেফতার নিয়ে মিডিয়ায় নানা রকম প্রচার প্রপাগন্ডা চালানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন জগদীশপুরের মেহেদী হাসান আফরোজ।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট রির্পোটার্স ক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
মেহেদী হাসান আফরোজ জানান, জগদীশপুরের প্রবাসী ইন্দ্রকান বিবির গৃহভৃত্য লেবু মিয়ার বিরুদ্ধে কোর্ট থেকে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট পেয়ে পুলিশ গত ১২ নভেম্ভর রাতে ওয়ারেন্টস্থলে লেবু মিয়াকে গ্রেফতার করে। কোর্টের ওয়ারেন্ট আমল করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। এর সাথে মামলার বাদীর কোন সর্ম্পক নেই। আফরোজ জানান, ১২ নভেম্বর ওয়ারেন্ট আমলে ও লেবুকে গ্রেফতার কালে তিনি পুলিশের সাথে ছিলেন না এবং থাকার কোন যু্িক্তকতাও নেই। আফরোজ কোর্টে মামলা করেছেন এবং তিনি কোর্টেই একমাত্র বিচারপ্রার্থী। থানা পুলিশের সাথে তার কোন সর্ম্পক নেই ।
এছাড়াও থানা পুলিশকে নিয়ে নারীদের লাঞ্চনা ও লুটপাট হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে আফরোজ জানান, পুলিশ আসামী গ্রেফতারে বাধ্য এবং অপরাধী গ্রেফতার হয়ে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রচার ও প্রপাগন্ডা অস্বাভাবিক কিছু নয়। গ্রেফতারকৃত অপরাধীরা এমনটাই করে থাকে।
আফরোজ এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd