সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
Sharing is caring!
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রোববার সকালে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিমানে তিনি ঢাকা যান।
হবিগঞ্জের মাধবপুরে একটি অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন এমপি কেয়া চৌধুরী। ওসমানী হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, কেয়া চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রোববার সকালে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
তাকে একটি হুইল চেয়ারে করে নিচে নামিয়ে আনা হয়। পরে এম্বুলেন্সযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ঢাকায় কেয়া চৌধুরীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের বাহুবলে বেদেপল্লীতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে হামলায় আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সোয়া ৯টায় উন্নত চিকিৎসার স্বার্থে তাকে সংজ্ঞাহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
………………………..
Design and developed by best-bd