বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসে ৪ নভেম্বর শনিবার বেলা ১২ টায় লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মো. শাহাব উদ্দিন কে সংবর্ধনা প্রদা করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল মুহিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাবেক সিলেট জেলার সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, সাবেক উপজেলা কমান্ডার আব্দুস শহীদ লালা, আব্দুল মতলিব, আসমান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার গোলাম মোহাম্মদ, পৌর কমান্ডার হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নম্রকান্ত দাস, আব্দুল খালিক, সয়ফুল হোসেন খান, সুনা তেরা মিয়া, মনু মিয়া, ইউনিয়ন কমান্ডারদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আব্দুল খালিক, আফতাব মিয়া, সাঈদ আহমদ চৌধুরী, ফজলুর রহমান, উরমান আলী, আব্দুস শহীদ, সরফ উদ্দিন, আব্দুর রহমান, লাল মিয়া, মঈন উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান সামিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সদস্য সচিব মঞ্জিল আহমদ, আহসান চৌধুরী তানিম, সদস্য বাবলু মিয়া, আরাফাত হোসেন সোহাগ, মো. নুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন বাবলু, পৌর সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, উপজেলার সন্তান কমান্ডের সদস্য আরাফাত হোসেন সোহাগ, আলী আহমদ, জাহাঙ্গির আলম প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা সভায় আগামী ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ২টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদেরকে উপস্থিত থাকার জন্য উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শফিকুর রহমান আহ্বান করেছেন।