সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
Sharing is caring!
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়ন অন্তর্গত গজারাই গ্রামের ৫বছর ও ৩বছরের ২সন্তানের জনক হাফিজ জামাল আহমদ।
২০১৩ সাল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। অর্থিক অসচ্ছলতার কারনে স্থানীয় ডাক্তারের চিকিৎসা গ্রহন করে আসছিলেন। সর্বশেষ শারিরীক অবস্থার অবনতি হওয়াতে শেষ সম্ভল ২টা ষাড়ও বিক্রি করে চিকিৎসা চলছিলো।
প্রায় সময় মুখ দিয়ে রক্তপাত হওয়ায় গত রমজান মাসে তিনি রোজা রাখতেও পারেননি।
প্রাথমিক পরিক্ষা করানোর পর ডাক্তার জানান যে উনার ফুসফুস ৯০% নষ্ট হয়ে গেছে।
কয়েকদিন আগে মোবাইল বিক্রি করে সিলেট পপুলার ডায়গনিস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ডা.হিজবুল্লাহ দেখানোর পর পর ডা: জানান অতি দ্রুত ফুসফুসের একটা টেষ্ট করতে হবে। যদি রিপোর্ট ভালো আসে তাহলে সিলেটে চিকিৎসা দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন আর রিপোর্ট খারাপ হলে ঢাকাতে নিয়ে গিয়ে ফুসফুসের অপারেশন করাতে হবে,সেজন্য প্রায় দুই বা আড়াই লক্ষ টাকার প্রয়োজন হতে পারে।
এমতাবস্তায় আর্থিক অসচ্চলতা ও সহায় সম্পওি হারানো পবিত্র কালামে হাফিজ জামাল আহমদের পক্ষে গাড়ী ভাড়া দিয়ে সিলেটে যাওয়ার অবস্থা পর্যন্তও নেই।
লিখিত একটি চিঠির মাধ্যমে হাফিজ জামাল আহমদ সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্য চেয়ে বিশেষ অনুরুধ করেছেন।
একজন ক্বোরআনে হাফিজের জীবন আমাদের চোখেঁর সামনে বিলিয়ে যাবে তা মেনে নেয়া অনেক কষ্টসাধ্য,আমরাও ইচ্চে করলে পারি একজন দ্বীনের খাদীমকে সাধ্য অনুযায়ী কিছু আর্থিক সহায়তা দিয়ে সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বেচেঁ থাকার জন্য কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
ফুসফুসের টেষ্ট যাতায়াত এবং আনুসাঙ্গিক প্রায় ৩০হাজার টাকা হলে তিনি সাময়িকভাবে পরীক্ষা/টেষ্ট এর মাধ্যমে রোগ নির্ণয় করতে পারবেন।
বিদ্র:যু্বশক্তি পরিষদের পক্ষ থেকে এ বিষয়েও হাফিজ জামাল আহমদের উল্ল্যেখিত মোবাইল ফোনে যোগাযোগ করে অসুস্থতার বিষয়টিও যাচাই বাছাই হয়েছে।
প্রয়োজনে:০১৭২৫-৬৪৪৩১৩ (হাফিজ জামাল আহমদ)
অথবা
আমাদের যু্বশক্তি পরিষদের
ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
বিদ্র:বিওবানদের উদ্যেশ্যে হাফিজ জামাল আহমদের মানবিক আবেদনটি (চিটি) হবহু পাঠকদের উদ্যেশ্যে দেয়া হল।
একজন দ্বীনের খাদেমকে বাচাঁতে মানবিক পোষ্টটি সর্বোচ্চ শেয়ারের জন্য আপনাদের কাছে বিশেষ অনুরুধ করছি।
………………………..
Design and developed by best-bd