সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলাসদর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাড়ী ফেরার পথে এক যুবককে সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে আহত করেছে। গুরুতর আহত যুবক মো. নজরুল ইসলাম একই উপজেলার রামধানা গ্রামের মোঃ আজবর আলী ও সুফিয়া বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়সূত্রে জানা যায় যে, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াই ঘটিকার সময় নিজের ব্যক্তিগত কাজ শেষে বিশ^নাথ থেকে রিকাশযোগে বাড়ী ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী শাহিন আহমেদ সাজুর নেতৃত্বে দশ-বারোজনের একটি সন্ত্রাসী গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে রিকশা থেকে টেনে হিচড়ে নামিয়ে ধারালো অস্ত্র, হকিষ্টিক এবং লাঠি দিয়ে বেধড়ক আঘাত করতে থাকে। আঘাতে তার ঠোট, নাক এবং মাথায় মারাত্মক আঘাত করে। হকিষ্টিক ও লাঠি দিয়ে আঘাতে তার ডান পায়ের হাটুর উপরিভাগ ভেঙ্গে যায়।
ভিকটিমের আর্তচিৎকারে এলাকার লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা ভিকটিম মোঃ নজরুল ইসলামকে মৃত ভেবে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে ভিকটিমের মা অভিযোগ করেন যে, তার ছেলেদের সাথে শাহিন আহমেদ সাজুর দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিরোধ চলিতেছিলো। যার কারণে তারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, হকিষ্টিক, লাঠি দিয়ে মারধর করে তার ডান পায়ের হাটুর উপরের অংশ ভেঙ্গে দেয়। ভিকটিমের মা আরো জানান যে, এলোপাতাড়ি মারধরে তার ছেলের ঠোট, নাক এবং মাথায় মারাত্মক আঘাত করে। তিনি তার ছেলের নিরাপত্তা এবং সন্ত্রাসী হামলার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেন।
Sharing is caring!
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 |
………………………..
Design and developed by best-bd