সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৩
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১২ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ বিরোধী দল বিএনপির দেশব্যাপী হরতালের ডাক দেয়। হরতাল দ্বিতীয় দিন ২৪ এপ্রিল এম ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথ উপজেলায় পুলিশের ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে ব্যাপক সংঘর্ষে দুজন বিএনপিকর্মী নিহত ও হাজার হাজার নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই দেবদুলাল বাদি হয়ে ১২০ জনের নাম উল্লেখ আরও ৪০০/৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিশ্বনাথ থানা মামলা নং-৮৪/২০১২। এই মামলায় বিএনপি নেতা সিরাজুল ইসলামকে ৯ নং আসামি করা হয়। সিরাজুল ইসলাম বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের করমকুলাপ্রতি গ্রামের ইনতিয়াজ আলীর ছেলে।
গত ২৮ জুন ২০১৩ ইং তারিখে সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এরপর থেকে সে পলাকত রয়েছে। তাকে খুজছে পুলিশ। এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পলাতক আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। থানা পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে তাকে খুজে পায়নি।
Sharing is caring!
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 |
………………………..
Design and developed by best-bd