সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ৬, ২০০৯
ক্রাইম সিলেট ডেস্ক : অসুস্থ স্বামীকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। প্রায় ঘণ্টাখানেক স্বামীর শয্যাপাশে সময় কাটিয়ে বিকেল পৌনে চারটায় তিনি হাসপাতাল ত্যাগ করেন। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।
হাসপাতাল ত্যাগের সময় প্রধানমন্ত্রীকে বিমর্ষ দেখাচ্ছিল। এর আগে এম এ ওয়াজেদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী তাকে দেখতে দুপুরে স্কয়ার হাসপাতালে যান।
পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ মিয়া দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যাসহ হৃদরোগ ও শ্বাস কষ্টে ভুগছেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. সানোয়ার হোসেন বলেন, ‘অবস্থার অবনতি হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল।’
কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়াজেদ মিয়ার এনজিওপ্লাস্টি হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd